সব দলের এজেন্টদের বুথের বাইরে বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

ভোটের দিন বুথের ভিতরেই থাকার কথা পোলিং এজেন্টদের।

April 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ DD News

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সব দলের এজেন্টদের বুথের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অথচ ভোটের দিন বুথের ভিতরেই থাকার কথা পোলিং এজেন্টদের। এই অভিযোগ উঠল কোচবিহারের মাথাভঙার পাটাকাবাড়ির স্কুলের ১৩৯ নম্বর বুথে।

ভোটপর্ব শুরু হওয়ার পর দেখা যায়, ১৪০ নম্বর বুথে কোনও সমস্যা না হলেও পাটাকামারির ১৩৯ নম্বর বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। বুথের বাইরে বেঞ্চ পেতে বসতে দেওয়া হয়েছে তৃণমূল, বিজেপি-সহ সব দলের এজেন্টদের। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী তাঁদের বুথ থেকে বের করে দিয়েছে।

যদিও জওয়ানরা জানান, প্রিসাইডিং অফিসারের নির্দেশে এমনটা করা হয়েছিল। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছিলেন প্রিসাইডিং অফিসারও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen