রাজ্য বিভাগে ফিরে যান

সিলেবাস শেষ করতে গরমের ছুটিতে অনলাইন ক্লাসের ভাবনা স্কুলগুলির

April 20, 2024 | < 1 min read

অনলাইন ক্লাসের ভাবনা স্কুলগুলির, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রখর তাপে নাজেহাল বাংলা। হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা। প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে মানা করছেন চিকিৎসকরা। অনির্দিষ্টকাল ছুটি পড়ে গিয়েছে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে। বৃহস্পতিবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর। একই সঙ্গে সিআইএসসিই এবং সিবিএসই কর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে বিকাশ ভবন।

এই অবস্থায় অধিকাংশই ছুটি না দিয়ে অনলাইন ক্লাস (Online Classes) চালুর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে। যথাসময়ে সিলেবাস শেষ না করতে পারলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। তাই এবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিল স্কুলগুলি।

বেসরকারি স্কুলের মতোই অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু সরকারি স্কুলও। যেমন-ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল-সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #online classes, #heat wave

আরো দেখুন