কলকাতা বিভাগে ফিরে যান

২৯-র বদলে ১৪৫! সবুজ ধ্বংসের ক্ষতিপূরণ মেট্রোর, আর কী কী বদল ময়দানে?

April 21, 2024 | < 1 min read

মেট্রো কর্তৃপক্ষ জোকা ডিপোয় ইতিমধ্যেই পাঁচ গুণ সংখ্যক গাছ লাগিয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নগরায়ণের প্রথম আঘাত এসে পড়ে সবুজ প্রকৃতির উপর। জোকা-এসপ্লানেড মেট্রোপথে ময়দানে ভূগর্ভস্থ স্টেশন নির্মাণের জেরে ২৯টি পূর্ণবয়স্ক গাছ কাটা পড়তে পারে। একাধিক পরিবেশপ্রেমী সংগঠন আপত্তি জানিয়েছিল। সমস্যার সমাধানে আদালতের নির্দেশ মেনে, মেট্রো কর্তৃপক্ষ জোকা ডিপোয় ইতিমধ্যেই পাঁচ গুণ সংখ্যক গাছ লাগিয়েছে। ২৯টি গাছের পরিপূরক হিসাবে ১৪৫টি গাছ লাগানো হয়েছে। বন দপ্তরের প্রয়োজনীয় অনুমতি মিললেই, ময়দানের পূর্ণবয়স্ক গাছগুলিকে প্রতিস্থাপিত করার ব্যবস্থা করা হবে বলেও জানা যাচ্ছে। মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, গাছগুলিকে বেলেঘাটা সংলগ্ন কামারডাঙায় প্রতিস্থাপিত করা হতে পারে।

মেট্রোর কাজের জন্য একাধিক ক্লাবের তাঁবুও সরানোর প্রয়োজন পড়বে। অস্থায়ী তাঁবু হিসাবে পাঁচটি অতিকায় কন্টেনার পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দানে বসানো হয়েছে। মেট্রোর নির্মাণের জন্য কলকাতা পুলিশ ক্লাব, কেনেল ক্লাব ও রাজস্থান ক্লাবকে সাময়িকভাবে ময়দান ছেড়ে দিতে হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে ফের ক্লাবগুলি তাদের জায়গায় ফিরতে পারবে।

এছাড়াও কলকাতা মাউন্টেড পুলিশের অনুশীলনের মাঠ সাময়িকভাবে শহিদ মিনার ময়দানে নিয়ে যাওয়া হবে। পার্ক স্ট্রিট উড়ালপুল সংলগ্ন মনোহরদাস তড়াগের জল শুকিয়ে ফেলে খনন চালানো হবে। ওই জলাশয়ে শোভা বৃদ্ধির জন্য একাধিক ফোয়ারা বসানো রয়েছে। মেট্রো নির্মাণের পরে ওই জলাশয়কে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #Tree Plantation, #Metro Railway, #saplings

আরো দেখুন