স্ট্রংরুমেও EVM-এ নজরদারি করতে পারবে রাজনৈতিক দলগুলি, কী পদক্ষেপ কমিশনের?

কোনও প্রার্থী স্ট্রং রুমের পরিস্থিতি চাক্ষুষ করতে চান, তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে হবে

April 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্ট্রংরুমে কারচুপির অভিযোগ এড়াতে নয়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্ট্রংরুমে কারচুপির অভিযোগ এড়াতে নয়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার থেকে রাজনৈতিক দলগুলিও স্ট্রংরুমের ইভিএমে নজরদারি করতে পারবে। এমন খবরই মিলেছে নির্বাচন কমিশন তরফে।

জানা গিয়েছে, স্ট্রংরুমের বাইরে শিবির করে বসে স্বীকৃত রাজনৈতিক দলগুলি নজরদারি চালাতে পারবে। স্ট্রংরুমে থাকা সিসিক্যামেরার ফুটেজের মাধ্যমে ভিতরে কোনও কারচুপি হচ্ছে কি না, তাও জানতে পারবে রাজনৈতিক দলগুলি। প্রতিটি স্ট্রংরুমের (strongrooms) নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তিনটি শিফটে ডিউটি দেওয়া হয়েছে তাঁদের। প্রতিদিন সকালে ও বিকেলে নিয়ম করে রিটার্নিং অফিসার স্ট্রং রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। দু’বেলাই রিপোর্ট নথিভুক্ত করবেন তিনি। যদি কোনও প্রার্থী স্ট্রং রুমের পরিস্থিতি চাক্ষুষ করতে চান, তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে হবে। সাদা কাগজ ছাড়া কিছুই সঙ্গে রাখতে পারবেন না সংশ্লিষ্ট প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen