অক্টোবরেই মুক্তি পাবে ‘মির্জাপুর ২’

প্রথম সিজন থেকে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগ্গল প্রমুখ।

August 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে ‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজন। প্রথম সিজনে দর্শকদের সামনে অন্ধকার জগৎকে হাজির করেছিল এই সিরিজ। এবারেও তার অন্যথা হচ্ছে না। তবে গল্পের পরিধি আরও বেড়েছে। এই সিজনে নতুন মুখ বলতে বিজয় বর্মা, ঈশা তলওয়ার ও প্রিয়াংশু। প্রথম সিজন থেকে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগ্গল প্রমুখ।

প্রযোজনা সংস্থার তরফে রীতেশ সিধওয়ানি বলেন, ‘যার জন্য দর্শকরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, আমরা দর্শকদের মির্জাপুরের আরেকটি গতিশীল দুনিয়ায় নিয়ে যেতে পারছি বলে খুব খুশি।’ এই সিরিজের নির্মাতা পুনীত কৃষ্ণণ। পরিচালনায় রয়েছেন গুরমিত সিং ও মিহির দেশাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen