রাজ্য বিভাগে ফিরে যান

বালুরঘাট বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না! মোদীকে কটাক্ষ মমতার

April 21, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নির্বাচনী প্রচারের প্রায় প্রতিটি সভা থেকেই কেন্দ্রীয় বঞ্চনা এবং এনআরসি-সিএএ বিরোধী আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের বালুরঘাটের সভাও তার ব্যতিক্রম নয়। এই বিষয় নিয়েই কথা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করেন যে, কেন বিজেপি তথা তাদের প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোট দেওয়া উচিত নয়।

বালুরঘাটের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে তৃণমৃল সুপ্রিমো বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করেছে, তা বলতে শুরু করে তবে দিনরাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরান, একটা বাইবেলে কুলাবে না।’’

বালুরঘাটের সভা থেকেও দূরদর্শনের লোগোর রঙ গেরুয়া করা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ‘‘দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন। একদিন এটা আমাদের গর্ব ছিল। কাল থেকে গেরুয়া করে দিয়েছে।’’

বালুরঘাটের সভা থেকেও ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব মমতা। তাঁর কথায়, ‘‘বিজেপির অনেক টাকা আছে, তা-ই মিথ্যে কথা বলে রোজ কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে। অথচ ১০০ দিনের কাজের টাকা নেই। তিন বছর টাকা দিল না গরিব লোকগুলোর।’’

বালুরঘাটে বিমানবন্দরের প্রসঙ্গ টেনেও সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, ”বালুরঘাট বিমানবন্দরের কাজ হয়েছে কি হয়নি? আমরা তো বেলুরঘাট নয়, বালুরঘাটে এসে বলছি। বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না। তাই চালু হচ্ছে না।” মমতার আক্রমণ, ”বিজেপির কিছু গদ্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে? এটা কি বাংলার নির্বাচন যে আমার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে? এটা দিল্লির নির্বাচন। তাই কৈফিয়তও মোদীকে দিতে হবে।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোমা বিস্ফোরণ হুঁশিয়ারির পালটা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ”বোমা কোথায় ফাটাবে? ওরা বোমা ফাটালে আমরা ফাটাব কালীপটকা। আগে ওরা কালীপটকা ফাটিয়ে দেখাক।” রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুমারগ্রামের চকরাম মাঠে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে জনসভা থেকে শুভেন্দুর হুঁশিয়ারির জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুভেন্দুকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ”এবারের ভোটে গদ্দারদের জবাব দিন। ওদের কোনওদিন আমরা মেনে নেব না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Balurghat airport, #Loksabha Election 2024, #Mamata Banerjee, #tmc, #balurghat, #modi govt

আরো দেখুন