রাজ্য বিভাগে ফিরে যান

রেশন গ্রাহকদের জন্য‌ বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর

April 22, 2024 | < 1 min read

বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাথাপিছু ৫ কেজি অতিরিক্ত চাল-গম দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি লিখলেন তৃণমূল সাংসদ তথা দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Saugata Roy)। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত রেশন গ্রাহকদের জন্য‌ বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দাবির পাশাপাশি জাতীয় প্রকল্পে সাধারণ বরাদ্দের খাদ্যশস্যের জন্য আইন অনুযায়ী টাকা নেওয়ারও প্রস্তাব দিয়েছেন প্রবীণ সাংসদ।

প্রতি মাসে একজন সাধারণ গ্রাহক মাথাপিছু ৫ কেজি চাল-গম পান। অন্ত্যোদয় গ্রাহকদের পরিবার পিছু ৩৫ কেজি চাল-গম দেওয়া হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে, কেজি প্রতি চাল, গম ও মোটা দানাশস্যের দাম যথাক্রম ৩ টাকা, ২ টাকা এবং ১ টাকা। করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া শুরু হয়। পরবর্তীকালে তা বন্ধ করে, কেবল সাধারণ বরাদ্দ বিনামূল্যে প্রদান চালু করে কেন্দ্র। এহেন ব্যবস্থা আগামী পাঁচবছর চলবে বলেও ঘোষণা করেছে কেন্দ্র। এই ব্যবস্থায় কেন্দ্রের খরচ অনেক কমে যাচ্ছে। অতিরিক্ত ৫ কেজি চাল-গম দিতে হচ্ছে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে সাধারণ বরাদ্দের খাদ্য বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়নি। তার পরেও কেন্দ্র কীভাবে এমনটা করছে তা নিয়ে প্রশ্ন থাকছে, যেহেতু আইনের কোনও সংশোধন এখনও করা হয়নি।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায়, প্রতি মাসে মাথাপিছু মাত্র ৫ কেজি চাল-গম একজন গরিব মানুষের প্রয়োজন মেটাতে পারে না। তাঁরা একাধিকবার অতিরিক্ত বরাদ্দ চালু করার দাবি জানিয়েছেন বলেও জানান বিশ্বম্ভর বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Narendra Modi, #Ration, #bjp, #tmc, #Saugata Roy

আরো দেখুন