রাজ্য বিভাগে ফিরে যান

কৌটো নাড়ানো ছেড়ে ডিজিটাল কালেকশনের পথে CPI(M)?

April 25, 2024 | < 1 min read

কৌটো নাড়ানো ছেড়ে ডিজিটাল কালেকশনের পথে CPI(M)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: CPI(M) কৌটো নাড়ানোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এসেছে বরাবর, যা নিয়ে নেটপাড়ায় কম ট্রোল হয় না। জন সাধারণ টাকায় পার্টি চালান বলে সব সময় দাবি করেন CPI(M) নেতারা। তবে যুগ বদলেছে, কৌটোর বদলে এবার ডিজিটাল মাধ্যমকে অর্থ সংগ্রহের হাতিয়ার করেছে একদা কম্পিউটারের বিরোধিতা করা সিপিএম।

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসনে প্রার্থী হয়েছেন তরুণ সিপিএম নেতা প্রতীক-উর-রহমান। তাঁর নির্বাচনী খরচের জন্য কিউ আর কোড ছড়িয়ে দিয়ে টাকা তোলা হচ্ছে। হোয়াটস অ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও কিউ আর কোড। তারপর আর্থিক। সাহায্য করতে বলা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Diamond Harbour, #Pratik Ur Rahaman, #West Bengal

আরো দেখুন