রাজ্য বিভাগে ফিরে যান

সুদীপের প্রচারে কলকাতা উত্তরে নামছে জোড়াফুলের মহিলা সংগঠন

April 25, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: AITC Kolkata Uttar

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবার ময়দানে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। আগামী ৩০ এপ্রিল কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে মৌলালি যুব কেন্দ্রে উত্তর কলকাতা মহিলা কংগ্রেসের ডাকে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উত্তর কলকাতায় দলের সব মহিলা কাউন্সিলার ও বিধায়কেরা সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। সোমবার প্রচার সেরে ৫০ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন সুদীপ। উল্লেখ্য, ওই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির সজল ঘোষ। মনে করা হচ্ছে, ওই ওয়ার্ডের জন্য আলাদা করে কৌশল সাজাচ্ছেন সুদীপ।

জোড়াসাঁকোর শ্রীমানি বাজারে মঙ্গলবার প্রচার সারেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। বৈঠকখানা রোডে ৪৯ নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। তালতলা অঞ্চলে বিকেলে রোড শো করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Sudip Banerjee, #TMC mahila congress, #Loksabha Election 2024, ##LokSabhaElections2024, #aitc kolkata uttar

আরো দেখুন