উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

থামছেই না কোন্দল- বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে ১০কোটি টাকার মানহানির মামলা করবেন বিস্তা!

April 24, 2024 | < 1 min read

বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে ১০কোটি টাকার মানহানির মামলা করবেন বিস্তা!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটেঁ দার্জিলিং-এর BJP প্রার্থী রাজু বিস্তা কার্সিয়ং-এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে ১০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলা দায়ের করবেন এবং তার বিরুদ্ধে ‘দূষিত’ মন্তব্য করার জন্য ECI-কে চিঠি দিয়েছেন। বিষ্ণু প্রসাদ শর্মা দার্জিলিং আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজু বিস্তার বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণু প্রসাদ শর্মা ক্রমাগত ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তাঁর নামে বদনাম করে, এবং বিভ্রান্তিকর তথ্য ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করে তাঁদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছেন। তাই, তিনি বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করবেন এবং শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি ECI-কে চিঠি দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bishnu prasad sharma, #Loksabha Election 2024, #Darjeeling, #bjp, #Raju Bista

আরো দেখুন