কখনও ৩৫, কখনও বা ২৫! বারবার টার্গেট বদলে ধন্দে বঙ্গ BJP?

দ্বিতীয় দফার ভোট মিটলেই প্রাথমিক সমীকরণ মেলানো হবে।

April 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টার্গেট এখন গিরগিটির মতো রঙ বদলাচ্ছে, কখনও ৩৫, কখনও বা ২৫, আবার কখনও ৩০। দিল্লির পদ্ম পার্টির নেতাদের বঙ্গ জয়ের টার্গেট ক্রমে পাল্টে পাল্টে যাচ্ছে! দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের ক্রমাগত বদলে যাওয়া টার্গেটে চরম বিভ্রান্ত হয়ে পড়ছে বঙ্গ বিজেপি। দ্বিতীয় দফার ভোট মিটলেই প্রাথমিক সমীকরণ মেলানো হবে। অন্দরের খবর, দু’দফার ভোটের পর বাংলার সম্ভাব্য রাজনৈতিক এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠাতে চলেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

অমিত শাহ বঙ্গ বিজেপিকে টার্গেট দিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ৩৫টি আসন জিততে হবে। ২৪টি দুর্বল আসন থাকা সত্ত্বেও, প্রস্তুতি শুরু করেছিল বিজেপি। সভা, মিছিল, টিভি ডিবেট এক এক সময় এক এক টার্গেট দিয়েছেন নেতারা। কখনও ৩৫ আসন থেকে কমে হয়েছে ২৫। আবার কখনও ২৫টি আসন থেকে বেড়ে হয়েছে ৩০। ফলে দলের সাধারণ নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে চরম বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে। রীতিমতো তাঁরা ধন্দে।

বিজেপির সাফাই, নির্দিষ্টভাবে কোনও সংখ্যা বলা সম্ভব নয়। দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখে কাছাকাছি সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছে মাত্র। বিজেপিকে ভাবাচ্ছে ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের পরিস্থিতি। ‘আব কি বার, ২০০ পার’-র দাবি করেও তিন অঙ্কে পৌঁছতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনেও সেই সিঁদুরে মেঘ দেখছেন গেরুয়া নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen