বাংলাদেশের এই অসামান্য ছবিগুলি আজকেই দেখে ফেলুন
বই হোক বা গান, কবিতা হোক বা সিনেমা, সবেতেই অগ্রণী বাংলা। দুই বাংলাই বিশ্বে বন্দিত শিল্পকলার জন্য।

এপার হোক বা ওপার, দুই বাংলারই পরিচয় সংস্কৃতি ও কৃষ্টিতে। বই হোক বা গান, কবিতা হোক বা সিনেমা, সবেতেই অগ্রণী বাংলা। দুই বাংলাই বিশ্বে বন্দিত শিল্পকলার জন্য।
তাই, আর দেরী না করে আজকেই দেখে ফেলুন এই অনবদ্য বাংলাদেশী ছবিগুলো। শৈল্পিক গুণে ছবিগুলি আপনাদের হৃদয় জয় করে নেবে।
দেখে নিন বাংলাদেশের কিছু জনপ্রিয় সিনেমাঃ
আয়নাবাজি
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া। ছবিটি ২০১৬ সালের ১৭ মে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়।
ঢাকা অ্যাটাক
২০১৭ সালের ছবি। পরিচালনা করেছেন দীপংকর সেনগুপ্ত দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার। ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান চিত্রিত হয়েছে এই ছবিতে। অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ।
গেরিলা
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই ছবিটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি৷ যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
অজ্ঞাতনামা
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা। ছায়াছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। ২০১৫ সালে প্রকাশিত অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন। মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও নিপুণ আক্তার। সিনেমাটি ২০১৬ সালের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়। এছাড়া ইতালির গালফ অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে ২১ মে প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে।
জালালের গল্প
আবু শাহেদ ইমন পরিচালিত ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প এতে উঠে এসেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই ছবিটিকে নির্বাচন করা হয়।
দেবী
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি রহস্যধর্মী সিনেমা। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে খ্যাতনামা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি ধারাবাহিকের একই নামের প্রথম উপন্যাস থেকে। সরকারী অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।। চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য চৌধুরী (কিশোরী রানু), শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।
আমার বন্ধু রাশেদ
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি যুদ্ধভিত্তিক সিনেমা। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের কিশোর উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে তৈরি ছবিটির পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। প্রযোজনা করেছে মমন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রধান চরিত্রে অভিনয়ে করেছেন চৌধুরী জাওয়াতা আফনান।
ঘেটুপুত্র কমলা
২০১২ সালে মুক্তি পায় সিনেমাটি। ছবিটি পরিকল্পনা ও নির্মাণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক- চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন হুমায়ূন আহমেদ। এই ছবির কেন্দ্রীয় প্রসঙ্গ ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের অসামাজিক বালকপ্রীতি । চলচ্চিত্রের ঘেটুপুত্র কমলা চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মামুন। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র ’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ‘ঘেটুপুত্র কমলা’।
স্বপ্নজাল
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মনপুরা নির্মাণের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। সিনেমাটি ২০১৮ সালের ৬ এপ্রিল মুক্তি পায়।
হালদা
তৌকির আহমেদ পরিচালিত ছবিটি ২০১৭ সালে মুক্তি পায়। আজাদ বুলবুলের কাহিনীতে চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। ছবিটি প্রযোজনা করেছে আমরা ক’জন। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
ভুবন মাঝি
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাট্য-চলচ্চিত্র। রচনা ও পরিচালনা করছেন ফাখরুল আরেফিন খান। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবির গল্প সাজানো হয়েছে।
ইতি তোমারই ঢাকা
বাংলাদেশের অমনিবাস ছবি, যেটি ১১ জন বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতার গল্পে নির্মিত হয়েছে। প্রতিটি গল্পের দৈর্ঘ্য ১০ থেকে ১২ মিনিট; সব মিলিয়ে ২ ঘণ্টা ১৫ মিনিটের এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র। এই চলচ্চিত্রের বিভিন্ন কাহিনীচিত্র পরিচালনা করেছেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।