রাজ্য বিভাগে ফিরে যান

LIVE UPDATE বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ

April 26, 2024 | 3 min read

দ্বিতীয় দফায় বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ২৬ এপ্রিল দ্বিতীয় ভোটগ্রহণ। বাংলার তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে ভোটগ্রহণ চলছে। তিনটি আসনে বিভিন্ন দলের মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দ্বিতীয় দফার ভোটে মোট বুথ সংখ্যা ৫২৯৮। তার মধ্যে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর ৩০ শতাংশ বুথ। স্পর্শকাতর বুথের সংখ্যা ১,১৩৪। অতি স্পর্শকাতর বুথ ৮৬৬। ওয়েবকাস্টিং হচ্ছে ৫,২৯৮ টি বুথেই। দ্বিতীয় দফার ভোটে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ৩০৩ কোম্পানি। বুথে থাকবে ২৭২ কোম্পানি। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। রাজ্য পুলিশ থাকবে ১২,৯৮৩ জন।

দার্জিলিংয়ে মোট বুথের সংখ্যা ১৯৯৯, রায়গঞ্জে ১৭৩০, এবং বালুরঘাটে ১৫৬৯। এর মধ্যে দার্জিলিঙে ৭৩৯, রায়গঞ্জে ২১০টি এবং বালুরঘাটে ১৯২টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন, বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

লাইভ আপডেট:

১৭.০০: বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ 

১৫.০৯: বালুরঘাট রিপোর্ট কমিশনের ৷ বুথে কোনও জমায়েত নেই ৷ পুলিশের বিরুদ্ধে ভোটারদের অভিযোগ নেই, জানাল কমিশন ৷ সুকান্ত মজুমদারকে রিপোর্ট পাঠাচ্ছে কমিশন

১৫.০০: দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার  ৬০.৬০ শতাংশ 

১৪.০৬: বালুরঘাট লোকসভার অন্তর্গত বালুরঘাট বিধানসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে বিজেপি কর্মীরা বুথ দখল করে গোলমাল চালাচ্ছে বলে অভিযোগ   

১৩:০০: দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৭.২৯%

১২.৪৬: বালুরঘাট লোকসভার অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভার ৬ নম্বর ওয়ার্ডের ৬৮ নম্বর বুথে ভিভিপ্যাট খারাপ থাকায় ভোটপ্রক্রিয়া বন্ধ রয়েছে । প্রায় ১ ঘণ্টা থমকে ভোটদান প্রক্রিয়া

১১.৪৪: সকাল ৯টা পর্যন্ত ১১৩ টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। যার মধ্যে রয়েছে ইভিএম খারাপ থাকার অভিযোগ, বিজেপি মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, তার অভিযোগ। এছাড়া অভিযোগ জানানো হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মহিলাদের ভয় দেখানো হচ্ছে বালুরঘাটে এবং রায়গঞ্জের কিছু জায়গা রয়েছে

১১.১৭:  দক্ষিণ দিনাজপুরের ৬৮ নম্বর বুথে গঙ্গারামপুরের একটি বুথে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে ভিভি প্যাড খারাপ থাকায় বন্ধ ভোট৷ প্রখর রোদে ভোটের লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি, অভিযোগ ভোটারদের।

১১.১৫:  রায়গঞ্জে ভোট শুরুর পর ২ ঘণ্টা ধরে খারাপ  ১২টি ইভিএম। এখনও সমাধান হয়নি। 

১১.০৪: ভোট দিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য

১১.০৪:  কেরলে তিরুঅন্ততপুরমে ভোট দিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস

১১.০৩: বেঙ্গালুরুতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়

১১.০২: ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনীল কুম্বলে

 ১১.০০: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩১.২৫ শতাংশ

১১.00: সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?
অসম ২৭.৪৩%
বিহার ২১.৬৮%
ছত্তিশগড় ৩৫.৩৭%
জম্মু-কাশ্মীর ২৬.৬১%
কর্নাটক ২২.৩৪%
কেরালা ২৫.৬১%
মধ্য় প্রদেশ ২৮.১৫%
মহারাষ্ট্র ১৮.৮৩%
মণিপুর ৩৩.২২%
রাজস্থান ২৬.৮৪%
ত্রিপুরা ৩৬.৪২%
উত্তরপ্রদেশ ২৪.৩১ %
পশ্চিমবঙ্গ ৩১.২৫%

১০.৫৯: ইভিএমের ভোট ও ভিভিপ্যাটের পেপার স্লিপ ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

১০.০৯: ভোটগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বালুরঘাটের পাতিরামে তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ভোটার, তৃণমূল কর্মী ও পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার 

৯.১৫: গঙ্গারামপুর গার্লস হাইস্কুলে ভোট দিলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র 

৯.০০: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

 ৮.৫২: সস্ত্রীক ভোট দিতে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার

 ৮.৫২: দার্জিলিং কেন্দ্রে মাটিগাড়ার পাথরঘাটা জুনিয়ার বেসিক স্কুলে ১৫৮ নম্বর বুথে মেশিন প্রায় ৩০ মিনিট ধরে মেশিন খারাপ বলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে  অভিযোগ ভোটারদের 

 ৮.৫১: দার্জিলিং কেন্দ্রে ফাঁসিদেওয়ার ১৬৩  নম্বর বুথে  ইভিএম খারাপ বলে জানা গিয়েছে

৮.৫০:  ভোটগ্রহণ পর্ব শুরুর প্রথম দুঘণ্টায় রায়গঞ্জ লোকসভায় ৩০ টি এবং বালুরঘাট কেন্দ্রে  ২৭টি অভিযোগ জানিয়েছে  তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। ইভিএম খারাপ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।         

 ৮.৪৫: ভোট শুরুর পর ৪০ মিনিট কেটে গেলেও ভোটই শুরুই হয়নি কুমারগঞ্জের ডাঙারহাটের একটি বুথে ও রায়গঞ্জের ১২৯ নম্বর বুথে। দুই জায়গা থেকেই ইভিএম খারাপের খবর মিলেছে।

৮.৩৩:  দার্জিলিং লোকসভা কেন্দ্রে শিলিগুড়ির ১৭৯ নম্বর বুথে বন্ধ ভোটগ্রহণ। ইভিএম খারাপ থাকায় এই বিপত্তি বলে জানা গিয়েছে। 

৮.১২: রায়গঞ্জ কেন্দ্রের একাধিক বুথে ইভিএম খারাপ থাকার খবর মিলেছে। রায়গঞ্জ শহরের ৯৭, ১০২, ৯৮, ১৬২, ১৬৭, ১৬৮, ১৬৯ এবং ১৩১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় এখনও ভোটগ্রহণ পর্ব শুরুই হয়নি বলে জানা গিয়েছে। 

৭.৪২: ভোট দিলেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী

৮.২৫:  বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট  বিধানসভা এলাকার  ৯নং ওয়ার্ডের ৩০ নম্বর বুথে ভোটারদের উপর নির্মমভাবে হামলা চালানোর  অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এর জেরে  ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে।

৭.৪১: বালুরঘাট লোকসভা কেন্দ্রের হরিরামপুর বিধানসভা এলাকার মহাবাড়ী ওয়ার্ডের ১৯৪ নম্বর বুথে ভোটারদের উত্যক্ত করার অভিযোগ  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 

৭.৪১: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখর বিধানসভা এলাকার  গোয়াগাঁও ২ ওয়ার্ডের ২১৩ নম্বর বুথে মহিলা ভোটারদের  ঢুকতে বাধা  দেওয়ার অভিযোগ  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 

৭:১০: ভোট দিলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Darjeeling, #raiganj, #balurghat, #Lok Sabha elections 2024, #bengal polls

আরো দেখুন