রাজ্য বিভাগে ফিরে যান

বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না – কুলটি থেকে BJP-কে চ্যালেঞ্জ মমতার

April 27, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: মমতা ব্যানার্জি ফেসবুক পেজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ আসানসোলে লোকসভা কেন্দ্রে প্রচার কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোড়া জনসভার, একটি কুলটিতে, অন্যটি ছিল আসানসোলে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করেন তিনি।

কুলটির সভা থেকে মোদীকে এক হাত নেন মমতা, তৃণমূল নেত্রী বলেন, ‘‘দুই দফার নির্বাচনের পরেই ঘাবড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি কিছুতেই জিততে পারবে না। মোদীকে নিশানা করে মমতা আরও বলেন, “গতকাল মোদী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গেছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলার ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তারপর এ সব বলুন। ভোট মিটে গেলেই গ্যাসের দাম বৃদ্ধি পাবে। বলে দিলাম। আমরা যা বলি, তাই করি। আমরা যা দেব বলি, তাই দিই। বিজেপি তা করে না। আমরা বাংলা জুড়ে উন্নয়ন করছি। ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে মোদীর দাম কমেছে। শুনছি, এখানকার কয়লাখনি বিক্রির চক্রান্ত চলছে। এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।’’

এসএসসি চাকরি বাতিল নিয়েও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। বলেন, ‘‘চাকরি দেয় না (মোদী সরকারের উদ্দেশ্যে)। কিন্তু চাকরি কেড়ে নেয়। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের পাশে দাঁড়াব আমি এবং আমার সরকার।’’ আবাসের বঞ্চিতদের আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অনেক বাড়ি তৈরি করে দিয়েছি। আরও বাড়ি করে দেব। ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব।” কর্মসংস্থান নিয়েও প্রতিশ্রুতি দেন বাংলার মুখ্যমন্ত্রী, আসানসোল এবং সংলগ্ন এলাকায় শিল্প হলে বাংলার এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।

আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশকর্মীকে ‘খলিস্তানি’ বললেন তখন কেন চুপ ছিলেন?’’

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘কেন চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ হচ্ছে? পুলিশকে জানানো হয়নি। একতরফা হয়েছে। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। হয়তো ওরাই গাড়ি থেকে নিয়ে এসে দেখিয়েছে। কোনও প্রমাণ নেই। আজকে শুনলাম সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে, বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

##LokSabhaElections2024, #West Bengal, #Mamata Banerjee, #asansol, #politics, #Kulti, #Didi, #2024 loksabha elections

আরো দেখুন