← দেশ বিভাগে ফিরে যান
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও ওড়িশায় তাপপ্রবাহের লাল সতর্কতা IMD-র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তীব্র তাপপ্রবাহের কারণে, শনিবার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ওড়িশায় লাল সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে; সেই কারণেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় তীব্র তাপপ্রবাহ চলবে, পাশাপাশি উত্তর ওড়িশাতেও থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি তবে তা বাংলার চেয়ে তুলনায় কম। পূর্ব ভারতের তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি।
পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলবে। বিহার, ঝাড়খণ্ডে কমলা সতর্কতা এবং উত্তরপ্রদেশ ও উত্তর কেরলের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতে এবং দিল্লিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।