রাজ্য বিভাগে ফিরে যান

পাখির চোখ শহর কেন্দ্রিক ভোট ব্যাঙ্কে, রানাঘাটে প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের মুকুটমণি

April 29, 2024 | < 1 min read

রানাঘাটে প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের মুকুটমণি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রানাঘাট পুনরুদ্ধারের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। প্রচারে ঝড় তুলছেন প্রার্থী মুকুটমণি অধিকারী। ছুটির দিনে, রবিবারে দিনভর শহরকেন্দ্রিক প্রচারে জোর দেন রানাঘাট কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারী। রবিবার সকাল সকাল রানাঘাট স্টেশন সংলগ্ন রেল বাজারে নির্বাচনী প্রচারে যান মুকুটমণি। বাজারের ক্রেতা, বিক্রেতা প্রত্যেকের সঙ্গেই জনসংযোগ করেন। তারপর নেতাজি মার্কেট ও সিদ্ধেশ্বরী তলায় যান, সেখানেও ঘুরে ঘুরে দীর্ঘক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। রেলবাজার সংযুক্ত ব্যবসায়ীরা আশাবাদী, মুকুটমণি তাঁদের পাশে থাকবেন।

লোকসভা ভোটে রানাঘাট শহর কেন্দ্রিক ভোট ফেরাতে উদ্যোগী হয়েছে জোড়াফুল শিবির। সাধারণ ভোটারদের কাছে প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলির সঙ্গেও বৈঠক, আলোচনা সভার করছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #ranaghat, #Loksabha Election 2024, #Dr Mukutmani Adhikari, #Mukutmani Adhikari

আরো দেখুন