ব্রিটেনের ‘ইয়ং পাওয়ার লিস্টে’ অক্সফোর্ডের বাসিন্দা বাঙালি বংশোদ্ভূত অহনা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিটেনের অন্যতম সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের বিচারে ‘ইয়ং পাওয়ার লিস্টে’ স্থান পেয়েছেন অক্সফোর্ডের বাসিন্দা বাঙালি বংশোদ্ভূত অহনা বন্দ্যোপাধ্যায়। ২৪ বছর বয়সি এই বাঙালি গোটা বিশ্বে কয়েক মিলিয়ন পাউন্ডের ব্যবসা করছেন। ব্রণর সমস্যায় বয়ঃসন্ধিতে বিপাকে পড়েছিলেন অহনা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্যা থেকেই ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ে অহনার। ত্বকের সমস্যার সমাধানে ১৯ বছরের অহনা বানিয়ে ফেলেছেন ‘ক্লিয়ার’ নামের এক অ্যাপ।
‘দ্য সানডে টাইমস’-এর সম্পাদকমণ্ডলী, গোটা বিশ্বে প্রভাব বিস্তার করেছেন, দেশের সুনাম বৃদ্ধি করার সম্ভাবনা থাকা নবীনদের নিয়ে তালিকা তৈরি করে। সেই তালিকায় অহনার পাশাপাশি আরও এক ভারতীয় জায়গা পেয়েছেন, গুজরাতি বংশোদ্ভূত ২৮ বছর বয়সি অভিনেত্রী অম্বিকা মোদ।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজে পদার্থবিদ্যার চূড়ান্ত বর্ষে পড়াকালীন ‘ক্লিয়ার’ নামের অ্যাপ তৈরি করেন অহনা। অ্যাপের প্রাথমিক উদ্দেশ্য ছিল, গ্রাহকরা সেলফি তুলে তাঁদের ত্বকের উপর নজর রাখবেন। অনলাইন কমিউনিটিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নিদান জানানো হবে। দ্য সানডে টাইমস-কে এক সাক্ষাৎকারে প্রথম দিকের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে অহনা জানিয়েছেন, তখন তাঁর কাছে একটি অ্যাপ ছিল যাতে ডায়েট, এক্সারসাইজের তথ্য রাখা থাকত। তাতে ত্বক নিয়ে কিছু ছিল না। তখন তিনি নিজের মতো একই ধরনের ত্বকের মানুষদের খুঁজতে থাকেন। তাঁরা ত্বক ভালো রাখতে কী ব্যবহার করছেন। তাতে কেমন কাজ হচ্ছে, সবই জানতে চাইতেন। সেই অ্যাপ আজ বিশ্বের ১৭,৫০০ জন ব্যবহার করছেন। এখন ক্লিয়ারের দাম ১ কোটি ৫০ লক্ষ ডলার।