রাজ্য বিভাগে ফিরে যান

লাগাতার তীব্র তাপপ্রবাহের জের, অধীনস্থ কলেজগুলিতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

May 1, 2024 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাগাতার তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা। উষ্ণতম এপ্রিলে মঙ্গলবার সর্বকালীন রেকর্ড ভেঙে কলকাতার পারদ ৪৩ ডিগ্রি ছুঁয়ে নয়া রেকর্ড গড়েছে! হাওয়া অফিস বলছে এখনই পরিস্থিতির বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত কলেজগুলির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও একই সিদ্ধান্ত নিয়েছে। সংসদের নির্দেশ, স্কুলগুলি গরমের ছুটি বাড়াতে পারে, বিকল্প হিসেবে অনলাইন ক্লাসও চালু করতে পারে।

১৯৫৪ সালের এপ্রিল মাসে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি যা ছিল কলকাতার সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। মঙ্গলবার তাকেও ছাপিয়ে গিয়েছে কলকাতা। কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩.৪৭ ডিগ্রি। ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হিট ওয়েভের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। যার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#loo, #severe heat waves, #Summer, #calcutta university, #colleges, #heat waves

আরো দেখুন