শান্তিনিকেতন থেকে সরিয়ে শীর্ষে কলাইকুণ্ডা! কোন রেকর্ড পশ্চিম মেদিনীপুরের এই স্থানের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবারে বঙ্গে একের পর এক রেকর্ড সৃষ্টি হল উষ্ণতার নিরিখে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, এতদিন রাজ্যে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল বীরভূমের শান্তিনিকেতনের দখল। শান্তিনিকেতনে ১৯৬৬ সালের ১০ জুন সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি হয়েছিল। সোমবার কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৪ ডিগ্রিতে পৌঁছেছিল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানায়, দেশের মধ্যে উষ্ণতম স্থান ছিল কলাইকুণ্ডা, মঙ্গলবার তাকেও ছাপিয়ে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে।
হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পরিস্থিতি বদল হতে শুরু করবে। রবিবার উপকূলবর্তী তিন জেলা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চ চাপ বলয়ের প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধির কারণে ঝড়বৃষ্টি হওয়ার মতো অবস্থা তৈরি হতে চলেছে। মঙ্গলবার বিকেলের পর পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।
এপ্রিল মাসে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকলেও এবার তাপমাত্রা কমতে পারে বলে আশা আবহাওয়াবিদদের। আজ, বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলার কোথাও কোথাও তীব্র ও সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র সাধারণ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।