বাজেটের ঘোষণা মতোই বাড়ল DA, রাজ্যের সরকারি কর্মীদের মে থেকে মিলছে বর্ধিত হারে মহার্ঘ্য ভাতা
গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল।
May 2, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল, ২০২৪ সালের মে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হতে চলেছে। সেই মতো চলতি মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ল।
উল্লেখ্য, আগে ১০ শতাংশ হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স পেতেন সরকারি কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মে মাস থেকে ডিয়ারনেস অ্যালোওয়েন্স পাচ্ছেন তাঁরা।