দেশ বিভাগে ফিরে যান

#Breaking রায়বারেলিতে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, আমেঠি থেকে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা

May 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে জল্পনার অবসান, রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে, আমেঠি থেকে এবার আর গান্ধী পরিবারের কেউ লড়ছেন না। কিশোরী লাল শর্মা আমেঠি থেকে লড়বেন কংগ্রেসের টিকিটে। রায়বারেলি ও আমেঠি আসন থেকে গান্ধী পরিবারের তাবড় রাজনীতিকেরা লড়েছেন অতীতে। কিন্তু শোনা যাচ্ছিল, এবার আর তাঁরা ওই দুই আসনে লড়তে চাইছিলেন না। আমেঠিতে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছিল কিন্তু শেষে তিনিও সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, ২০০৪, ২০০৯, ২০১৪ টানা তিনবার আমেঠি আসন থেকে জয়ী হন রাহুল গান্ধী। ২০১৯ সালে আমেঠি থেকে হেরে গিয়েছিলেন রাহুল। জয়ী হন বিজেপির স্মৃতি ইরানি। সেবার কেরলের ওয়ানাড় থেকে ভোটে জিতে লোকসভায় পা রেখেছিলেন রাহুল। এবারও ওয়ানাড় থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। পাশাপাশি রায়বারেলি থেকেও লড়তে চলেছেন রাহুল গান্ধী।

অন্যদিকে, রায়বারেলি আসন থেকে ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধীরা জিতে সংসদে গিয়েছেন। ২০০৪ থেকে টানা এই আসনে জিতেছেন সোনিয়া গান্ধী। সেই আসনেই লড়বেন রাহুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #loksabha elections 2024, #Congress

আরো দেখুন