কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূল মহিলা কংগ্রেসের বর্ণময় মিছিলের সাক্ষী থাকল কলকাতা

May 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজভবন কাণ্ড সহ ১২ জন তৃণমূল প্রার্থীর সমর্থনে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল ছিল কলকাতায়।

এই মিছিল শুরু হয়েছিল মৌলালিতে ও শেষ হয় ডরিনা ক্রসিং- এ। তৃণমূল মহিলা কংগ্রেসের এই মিছিলে নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ১২ জন প্রার্থী হলেন – মহুয়া মৈত্র, ডা: শর্মিলা সরকার, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, সুজাতা মণ্ডল ও জুন মালিয়া। এছাড়াও ছিলেন স্মিতা বক্সী, অর্পিতা ঘোষ, নয়না ব্যানার্জি সহ অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #TMC mahila congress, #tmc, #Rally

আরো দেখুন