রাজ্য বিভাগে ফিরে যান

বৃদ্ধকে অটোগ্রাফ থেকে কচিকাঁচাদের সাথে সেলফি, প্রচারে সবার মন জয় করলেন তৃণমূলের সায়নী

May 4, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: সায়নী ঘোষ ফেসবুক পেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাঁদিফাটা গরমের মধ্যেও প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সেই সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রে মিটিয়েছেন কচিকাঁচাদের হরেক রকম আবদারও। সেলফি থেকে অটোগ্রাফ কোনওটাতেই বিরক্তি নেই সদাহাস্য সায়নীর। এবার তাঁকে দেখা গেল আশি বছরের বৃদ্ধকে অটোগ্রাফ দিতে।

শুক্রবার সন্ধ্যায় বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে টোটোতে চেপে জনসংযোগ করার সময় পি কে দে নামে এক আশি বছরের বৃদ্ধ সায়নীকে দেখে বলেন, ‘তুমি মমতার সৈনিক। এগিয়ে যাও।’ এই বলে তিনি একটি ডায়েরি ও পেন বাড়িয়ে দেন সায়নীর দিকে। পিতৃসম বৃদ্ধের আবদার মেটালেন সায়নী। হাসিমুখেই দিলেন অটোগ্রাফে। এই ওয়ার্ডে প্রচারের সময় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সায়নীর প্রচারে সঙ্গী ছিলেন স্থানীয় কাউন্সিলার আশিস দেব রায়।

এদিন সকালে সোনারপুর দক্ষিণের রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও প্রচার সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রসঙ্গত, যাদবপুর কেন্দ্রে জোড়াফুল প্রার্থী সায়নীর তুলনায় বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচার সেভাবে জনমানসে সাড়া ফেলতে পারেনি বলে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jadavpur, #tmc, #Saayoni Ghosh, #Loksabha Election 2024, #Loksabha Elections

আরো দেখুন