রাজ্য বিভাগে ফিরে যান

তমলুকে চাকরি হারা শিক্ষকদের ধর্ণা মঞ্চে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে, দেখুন ভিডিও  

May 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের উত্তপ্ত তমলুক। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার আগে উত্তেজনা। চাকরি হারা শিক্ষকদের  ধর্ণা মঞ্চে ধাক্কাধাক্কি, চেয়ার ভাঙচুর, পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত শিক্ষকদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যান তমলুক থানার বিশাল পুলিশবাহিনী।

দেখুন সেই ভিডিও:

জানা গিয়েছে, শনিবার দুপুরে তমলুক শহরে একটি মিছিলের আয়োজন করেছিল গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থানমঞ্চের কাছাকাছি পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। বিজেপির কর্মী এবং সমর্থকদের অনেককে দেখা যায় জুতো হাতে বিক্ষোভরত চাকরিহারাদের মঞ্চের দিকে ছুটে যেতে। তাদের মধ্যে বিজেপির কর্মীদের একাংশকে দেখা গিয়েছে, ইঁট পাথর ছুঁড়তে, চেয়ার ভাঙচুর করতে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে এসএসসি (SSC) মামলায়। তমলুকে মঞ্চ বেঁধে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তমলুকে বিক্ষোভরত চাকরিহারারা বিজেপির হামলার ঘটনায় কাঠগড়ায় তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দুকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tamluk, #Abhijit Gangopadhyay, #Loksabha Election 2024, #SSC Protest, #bjp, #SSC

আরো দেখুন