দেশ বিভাগে ফিরে যান

হরিয়ানায় ভোটের তিনদিন আগে কৃষক-বিক্ষোভে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির!

May 4, 2024 | < 1 min read

হরিয়ানায় ভোটের তিনদিন আগে কৃষক-বিক্ষোভে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাবল-ইঞ্জিন’ হরিয়ানায় কৃষক আন্দোলনে চাপে গেরুয়া শিবির। আগামী ২৫ মে লোকসভা ভোটের আগেই কৃষক ইস্যুতে নাজেহাল বিজেপি (BJP) সরকার। জানা গিয়েছে, এই রাজ্যে একটানা ১৩ দিন ধরে ‘কিষান যাত্রা’র কর্মসূচি নিয়েছে কৃষকরা। এহেন কিষান যাত্রার ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এর সঙ্গেই জুড়ে যাচ্ছে কিষান মজদুর ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি কৃষক সংগঠন। সূত্রের খবর, আগামী ৭-১৯ মে সারা রাজ্যজুড়েই বিজেপি বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে শামিল হবেন আন্দোলনকারী কৃষক নেতারা। ‘যারা কৃষককে দেওয়া কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি, তারা আপনার কথাও ভাববে না। কাজেই বিজেপিকে একটিও ভোট দেবেন না।’— এই মর্মে হরিয়ানার ১০টি লোকসভা আসনজুড়েই প্রচার চালাবেন বিক্ষোভরত কৃষকরা।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি তো আছেই তার সঙ্গে সর্বভারতীয় এক কৃষক নেতার প্রশ্ন, দিল্লিতে কৃষকদের ঢুকতে বাধা কেন দিচ্ছে হরিয়ানা সরকার? কেন পাঞ্জাব-হরিয়ানার সীমান্তে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে? সেই সঙ্গে ঐ কৃষক নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাঁরা দিল্লি ঢুকতে না পারেন, তাহলে হরিয়ানাতেও বিজেপির কোনও নেতাদের প্রচার করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই কৃষকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে। এরই পাশাপাশি হরিয়ানাজুড়ে পনেরো দিনের বেশি সময় ধরে চলছে কৃষকদের রেল-রোকো কর্মসূচী।

জানা গিয়েছে, আগামী ২২ মে পাঞ্জাব-হরিয়ানার সমস্ত সীমান্ত এলাকায় কমপক্ষে এক লক্ষ লোকের জমায়েতের টার্গেট নিয়েছে কৃষক সংগঠনগুলি। হরিয়ানায় (Haryana) ভোট গ্রহণের মাত্রই তিনদিন আগে কৃষকদের এহেন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনায় রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে সে রাজ্যের বিজেপি সরকারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Protest, #Loksabha Election 2024, #Haryana farmers, #bjp, #haryana government, #Haryana

আরো দেখুন