রাজ্য বিভাগে ফিরে যান

উলুবেড়িয়ায় হুড খোলা গাড়িতে প্রচারে বাজিমাত তৃণমূল প্রার্থীর

May 6, 2024 | < 1 min read

উলুবেড়িয়ায় হুড খোলা গাড়িতে প্রচারে বাজিমাত তৃণমূল প্রার্থীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার উলুবেড়িয়ায় প্রচারে খামতি রাখেনি তৃণমূল প্রার্থীরা। আগামী ২০ মে উলুবেড়িয়া লোকসভা আসনে পঞ্চম দফার নির্বাচন। এই কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়া কোনও রাজনৈতিক দলের বড় জনসভা হয়নি। এই কেন্দ্রে সেভাবে ভোটের উত্তাপ বোঝা না গেলেও প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নেত্রীরা। জানা গিয়েছে, তৃতীয় দফার নির্বাচন শেষ হলেই উলুবেড়িয়া কেন্দ্রে একাধিক বড় জনসভা থেকে মিছিল হবে।

রবিবার সকাল থেকেই পায়ে হেঁটে, হুড খোলা গাড়িতে চড়ে পাড়ায় পাড়ায় দাপিয়ে প্রচার সারলেন তৃণমূল নেতারা। এদিন বিকেলে উলুবেড়িয়া ২নং ব্লকের খলিশানি বেলতলা থেকে কাটরা পর্যন্ত হুড খোলা জিপে রোড শো করেন সাজদা আহমেদ (Sajda Ahmed)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uluberia, #Loksabha Election 2024, #Sajda Ahmed, #tmc, #election campaign

আরো দেখুন