মোদীর ডেডলাইন, ৪ জুনই ওড়িশায় বিজেডি সরকারের শেষদিন! কী জবাব নবীনের?

সোমবার ওড়িশায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে এসে বিজেডি সরকার ও নবীন পট্টনায়েককে আক্রমণ করেন মোদী।

May 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোদীর ডেডলাইন, ৪ জুনই ওড়িশায় বিজেডি সরকারের শেষদিন! কী জবাব নবীনের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বিধানসভা নির্বাচনের প্রচারে এসে, বেরহামপুর ও নবরংপুরের জনসভা থেকে মোদী বললেন, আগামী ৪ জুনই বিজেডি সরকারের শেষদিন হবে। বেলা না গড়াতেই পাল্টা দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (CM Naveen Patnaik)। নবীন-ঘনিষ্ঠ বিজু জনতা দলের নেতা ভি কে পাণ্ডিয়ান একটি ভিডিও শেয়ার করেন। তাতে তিনি মোদীর দাবি নিয়ে প্রশ্ন করেন ওড়িশার মুখ্যমন্ত্রীকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নবীন বলেন, বিজেপি অনেকদিন ধরে দিবাস্বপ্ন দেখছে। কিন্তু তা এবারও সফল হবে না, স্পষ্টত জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। পাণ্ডিয়ান জানান, ৯ জুন বেলা সাড়ে ১১টা থেকে দেড়টার মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে ষষ্ঠবারের মতো শপথ নেবেন নবীন পট্টনায়েক।

আগামী ১৩ মে থেকে ওড়িশায় চার দফায় বিধানসভা নির্বাচন হবে। সোমবার ওড়িশায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে এসে বিজেডি সরকার ও নবীন পট্টনায়েককে আক্রমণ করেন মোদী। বেরহামপুর ও নবরংপুরের জনসভা থেকে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দাবিতে সওয়াল করেন মোদী। তিনি বলেন, ওড়িশায় এমন একজন মুখ্যমন্ত্রী দরকার, যিনি ওড়িয়া ভাষা ও সংস্কৃতিকে বোঝেন। একযোগে কংগ্রেস ও বিজেডিকে আক্রমণ করেন মোদী। মোদী বলেন, জল, উর্বর জমি, খনিজ সম্পদে ভরা ওড়িশা সংস্কৃতিতেও সমৃদ্ধ। তবুও ওড়িশার অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। এর প্রকৃত কারণ ওড়িশার শাসকদলের নেতাদের সীমাহীন লোভ। প্রথমে কংগ্রেস, পরে বিজেডি নেতারা ওড়িশা লুট করেছে, বলেও অভিযোগ করেন মোদী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen