ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হোক, কমিশনে চিঠি তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার, তারমধ্যে কত ভোট পড়েছে সমস্ত পরিসংখ্যান বিস্তারিত উল্লেখ করে বিবৃতি জারি করার দাবি জানানো হোক

May 7, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হোক, কমিশনে চিঠি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করা নিয়ে RTI করার পর এবার সরাসরি নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। সোমবার কমিশনে চিঠি দিয়ে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্য়ান প্রকাশ করার দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার, তারমধ্যে কত ভোট পড়েছে সমস্ত পরিসংখ্যান বিস্তারিত উল্লেখ করে বিবৃতি জারি করার দাবি জানানো হোক।

নির্বাচন কমিশনে (election commission of india) দেওয়া চিঠিতে তৃণমূল (TMC) উল্লেখ করেছে, “প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের হার ৩০ এপ্রিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও সেখানে শুধুমাত্র ভোটদানের হার উল্লেখ করা ছিল। মোট ভোটার এবং কত শতাংশ ভোট পড়েছে তার কোনও উল্লেখ করা হয়নি। এর আগে প্রতিটি নির্বাচনে বিস্তারিত পরিসংখ্যান এবং তথ্য প্রকাশ করত নির্বাচন কমিশন। ” তৃণমূলের বক্তব্য, ১৯ এপ্রিল সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করে জানানো হয় প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। যদিও ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় মোট ৬৬.১৪ শতাংশ ভোট পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen