বহরমপুরে জোড়া পাঠান! দাদা ইউসুফের সমর্থনে রোড-শো করবেন ভাই ইরফান
রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন ইরফান। থাকবেন ইউসুফও।
May 7, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রচারের শেষ লগ্নে বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা বিশ্বকাপ-জয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে এবার প্রচারে আসছেন তাঁর ভাই তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান। আগামী বৃহস্পতিবার ইরফান (Irfan Pathan) এক দিনের জন্য দাদার প্রচারে আসছেন। রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন ইরফান। থাকবেন ইউসুফও।
আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ বহরমপুরে। ১১ তারিখ শেষ পর্বের প্রচারে, দুই পাঠানকে নিয়ে রোড-শোয়ে ঝড় তুলতে চাইছে জোড়াফুল। দাদা ইউসুফের প্রচারে কবে ইরফান আসবেন তা নিয়ে আগ্রহ ছিল নানা মহলে। অবশেষে বহরমপুরবাসীর মনোবাসনা পূরণ হতে চলেছে।