রাজ্য বিভাগে ফিরে যান

সন্দেশখালির নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে কাদের নিয়ে গিয়েছিল BJP নেতারা? প্রশ্ন খোদ পদ্ম প্রার্থীর, দেখুন ভিডিও

May 9, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: sourav_3294 এক্স হ্যান্ডেল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের ভাইরাল সন্দেশখালির ভিডিও! তাতেই উঠল বিস্ফোরক দাবি! ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, মহিলাদের সন্দেশখালির নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রশ্ন তুলছেন খোদ বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাষ্ট্রপতির কাছে যাঁদের আন্দোলনকারী সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে সন্দেশখালির আরেক আন্দোলনকারী মাম্পি দাসকেও। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ভাইরাল ভিডিওতে রেখা পাত্র-সহ কয়েকজন মহিলা বলছেন, ‘রাষ্ট্রপতির কাছে কয়েকজন নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কাকে নিয়ে যাওয়া হল? খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছেন। এই অনুপ দাস ১০ হাজার টাকা করে মাস গেলে শিবু হাজরার কাছ থেকে টাকা নিত। শুনেছি পদ্মা মণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটাই জানব উনি তৃণমূলের লোক উপরে-উপরে বিজেপি করেন।”

স্টিং ভিডিও ভাইরাল হতেই একের পর এক জানা যাচ্ছে সন্দেশখালির একাধিক অভিযোগ ভুয়ো ছিল। অভিযোগ উঠছে, নিয়তি মাইতিকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মাম্পি দাস। ভাইরাল ভিডিও প্রশ্ন তুলে দিচ্ছে আদৌ কি সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছিল? স্টিং ভিডিওতে আসা তথ্য অনুযায়ী, পুরো ঘটনাটাই কি বিজেপি চক্রান্ত?

TwitterFacebookWhatsAppEmailShare

#fake cases, #bjp, #Sandeshkhali, #Sandeshkhali Exposed, #fake rape cases

আরো দেখুন