← রাজ্য বিভাগে ফিরে যান
ঝড়-বৃষ্টির তান্ডবে পারদ পতন, বঙ্গে কতদিন থাকবে এই আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে এখনই কমছে না ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূ্র্বাভাস, শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
লাল-কমলা-হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, দুই বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিছু অংশেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে।