#Breaking অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের নির্দেশ ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি
May 10, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
জানা যাচ্ছে, নির্বাচনের কারণেই তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনে প্রচারও করতে পারবেন কেজরিওয়াল। যদিও জামিনের তীব্র বিরোধিতা করেছিল ইডি।
দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের নির্দেশে খুশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে হ্যান্ডলে তিনি লেখেন, নির্বাচন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের জামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।