উলুবেড়িয়ায় বয়সে একশো পেরোনো ভোটার ৯৫ জন, তাঁদের জন্য কী ব্যবস্থা কমিশনের?

জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এবার ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছে ১১ হাজার ৬৩৪ জন

May 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সেঞ্চুরি পার করা ভোটারের সংখ্যা ৯৫, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বয়সের নিরিখে সেঞ্চুরি করে ফেলেছেন, এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এমন ভোটারের সংখ্যা ৯৫। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করছে কমিশন। ইচ্ছুকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রে এসেও ভোট দিতে পারেন তাঁরা।

হাওড়া জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া (Uluberia) লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৫৬ হাজার ১২। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫৭ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এবার ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছে ১১ হাজার ৬৩৪ জন। ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ৪২ হাজার ৯২০ জন, অর্থাৎ তাঁরা জীবনের প্রথম ভোট দেবেন। ২০ থেকে ২৯ বছরের ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৬ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen