দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার

বরাহনগরের প্রাক্তন বিধায়ক তথা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বরাহনগরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে আক্রমণ করেন সায়ন্তিকা।

May 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো দিয়ে বরাহনগর বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বরাহনগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসু, চেয়ারম্যান পরিষদের সদস্য অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল প্রমুখেরা এদিন প্রার্থীর সঙ্গেই ছিলেন।

মনোনয়ন পত্র জমা দিয়ে বেরনোর সময় স্লোগান ওঠে ‘বরানগরের এনার্জি, সায়ন্তিকা ব্যানার্জি।’ প্রার্থী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বরাহনগরে উন্নয়ন হয়েছে, ভোটে জেতার পর সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর লক্ষ্য। বরাহনগর এবার একজন মহিলা বিধায়ক পাবে। বরাহনগরের প্রাক্তন বিধায়ক তথা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বরাহনগরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে আক্রমণ করেন সায়ন্তিকা।

শুক্রবার সকালে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন সায়ন্তিকা। তারপর বিশাল র‍্যালি করে বারাকপুরে আসেন, চিড়িয়ামোড় থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে বারাকপুর মহকুমা শাসকের অফিস হাজির হন। প্রার্থীকে দেখতে রাস্তার দু’পাশে বহু মানুষ ভিড় জমান। কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়। মানুষের সেলফির আবদার মেটাতে দেখা যায় প্রার্থীকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, উন্নততর বরাহনগর উপহার দেওয়াই তাঁর প্রধান কাজ। বলেন, রাম-বাম জোট হয়েছে। কালকে দেখেছেন, দুই প্রার্থী কীভাবে মনোনয়নপত্র জমা দিতে এসে একে অপরকে জড়িয়ে ধরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen