হরিয়ানার পর অন্য ডবল ইঞ্জিন রাজ্যেও কিষান যাত্রা? ভোটের মরশুমে আরও চাপে BJP

মোদী সরকারের বিগত ১০ বছরের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।

May 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কিষান যাত্রার পরিকল্পনা করছে কৃষক সংগঠনগুলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আরও চাপ বাড়াতে চলেছে কৃষকরা। শুধুমাত্র হরিয়ানাতেই নয়, এবার অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও কিষান যাত্রার পরিকল্পনা করছে কৃষক সংগঠনগুলি। তৈরি হচ্ছে হ্যান্ডবিল, কার্যত অস্বস্তিতে বিজেপি। লোকসভা নির্বাচনের বাকি ভোটপর্বে অন্যান্য রাজ্যে বিজেপি (BJP) ও এনডিএ প্রার্থীদের নির্বাচনী প্রচারে অসহযোগিতা করার পরিকল্পনা নিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা।

‘ওরা (বিজেপি) কথা রাখে না। ওদের ভোট দেবেন না।’ – এই দাবিতেই হরিয়ানার বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন আন্দোলনকারীরা। গত ৭ মে থেকে হরিয়ানায় শুরু হয়েছে কিষান যাত্রা (Kisan Kranti Yatra)। ১৯ মে পর্যন্ত তা চলবে। অন্যান্য ডাবল ইঞ্জিন রাজ্যে একই পথে আন্দোলন জোরদার করতে উদ্যোগী হয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলো।

মোদী সরকারের বিগত ১০ বছরের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা (Samyukt Kisan Morcha)। তাদের অভিযোগ, বিগত ১০ বছরে মোদী সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষাই করে গিয়েছে। গরিব মানুষ আরও দরিদ্র হয়েছেন। দেশের প্রায় ৮২ কোটি মানুষকে বেঁচে থাকার জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কৃষি, শ্রমিকরা ঠিকমতো দৈনিক মজুরিও পাচ্ছেন না। কিষান মোর্চার দাবি, কেরলে একজন কৃষি শ্রমিক দিনে ৭৬৪ টাকা ৩০ পয়সা মজুরি পাচ্ছেন। গুজরাতে যার পরিমাণ মাত্র ২৪১ টাকা ৯০ পয়সা। সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, মোদীর বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি। কেন্দ্রের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ৩০ লক্ষ শূন্যপদের সৃষ্টি হয়েছে। বাড়ছে না ১০০ দিনের কাজের মজুরি। এমএসপিকে আইনের আওতায় আনছে না মোদী সরকার। ১০ বছরে শ্রমিক, কৃষক, যুবদের ভবিষ্যৎ নষ্ট করেছে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen