দেশ বিভাগে ফিরে যান

রান্নার গ্যাস, পেট্রল-ডিজেলে ৮২ হাজার কোটি মুনাফা, পাহাড় প্রমাণ মোদী সরকারের কোষাগার! বঞ্চিত আমজনতা

May 11, 2024 | < 1 min read

মোদী সরকার ১০ বছর পার করলেও গ্যাস সিলিন্ডারে মাশুল গুনতে হচ্ছে ৮০০ টাকারও বেশি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকার ১০ বছর পার করলেও গ্যাস সিলিন্ডারে মাশুল গুনতে হচ্ছে ৮০০ টাকারও বেশি! তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। ভোটের বাজারে ‘আচ্ছে দিন’ দেখাতে সেই তেলের দাম কমিয়েছে মাত্র দু’টাকা। আমজনতার থেকে আদায় করা টাকা দিয়ে লোকদেখানো ‘উপহার’ দিয়ে ফুলেফেঁপে উঠছে মোদী সরকারের কোষাগার! তার প্রমাণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিগুলির লাভের অঙ্ক।

এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মুনাফা ৮২ হাজার কোটি টাকার বেশি। এর প্রায় অর্ধেক অঙ্কের লাভ হয়েছে শুধু ইন্ডিয়ান অয়েলের। এত বিপুল অঙ্কের মুনাফা তিনটি সংস্থাই আগে কখনও করেনি। এই হিসেব থেকে স্পষ্ট, মোদী সরকার চাইলেই রান্নার গ্যাস, পেট্রল বা ডিজেলের দামে সাধারণ মানুষকে আরও অনেকটা আর্থিক সুরাহা দিতে পারত। কারণ সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে পেট্রপণ্যের দাম হ্রাস-বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। কিন্তু লোকসভা ভোট ঘোষণার আগে সেই দায়িত্ব নেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু তা না করে তিন তেল সংস্থা থেকে পাওয়া মুনাফার ভাগে রাজকোষের পাহাড় গড়েছে কেন্দ্র। কারণ, এখনও তিনটি সংস্থার মালিকানার বেশিরভাগই কেন্দ্রের হাতে। কিন্তু ভারতবাসীরা কোনও সুরাহা পায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #diesel, #Diesel Price Hike, #cooking gas, #Petrol Price Hike, #modi govt

আরো দেখুন