বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ! মে মাসের শেষের দিকে বঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

হাওয়া অফিস জানিয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।

May 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মে মাসের শেষের দিকে বঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাসের শেষদিকে বাংলার জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ২০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপটি শেষ পর্যন্ত কি হবে বা তার গতিপ্রকৃতি কী হবে, সেটা এখনও পরিষ্কার নয়।

হাওয়া অফিস জানিয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এইসময়ে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির সাধারণত অন্ধ্র-ওড়িশা-পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যায়। এই মুহুর্তে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি গত কয়েকদিন ধরে বজায় আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর জোড়া নিম্নচাপ অক্ষরেখা শুক্রবার অবস্থান করেছে। দুটি নিম্নচাপই দুটি ঘূর্ণাবর্ত থেকে বিস্তৃত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থানের উপর। অন্যটি রয়েছে উত্তর বিহার ও সংলগ্ন এলাকার উপর। এর পাশাপাশি বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় থাকার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। ফলে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সোমবার পর্যন্ত। তারপর পরিস্থিতির পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি কমতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen