আসছে বন্দে ভারত স্লিপার ট্রেন, চারের মধ্যে একটি রুট জুটল কলকাতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বন্দে ভারত স্লিপার আনছে রেলমন্ত্রক, কোন কোন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে তা নিয়ে একাধিক জল্পনা ছিলই। সম্প্রতি খবর মিলেছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রাথমিক চারটি রুটে চলবে। তালিকায় রয়েছে কলকাতাও।
রুট চারটি হল দিল্লি-কলকাতা, দিল্লি-মুম্বই, ভোপাল-অযোধ্যা এবং ভোপাল-জয়পুর। রেলমন্ত্রক সূত্রে খবর, শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে রেল। দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের এখনও কোনও স্লিপার কোচ নেই। শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার থাকবে। আগামী মাসের শেষে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে।
চেয়ার কার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ছ-সাত ঘণ্টার দূরত্বের মধ্যে চলাচল করে। কিন্তু এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব রয়েছে, এমন গন্তব্যে স্লিপার কোচ বিশিষ্ট বন্দে ভারত ট্রেন চালানো হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের তৈরির কাজ চলছে। এখনও প্রোটোটাইপ কোচ তৈরি হয়নি বলেই খবর।