দেশ বিভাগে ফিরে যান

CBSC-র দ্বাদশের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন রেজাল্ট?

May 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। এ বছর মোট নথিভুক্ত পরীক্ষার্থী ছিলেন ১৬,৩৩,৭৩০ জন। তার মধ্যে ১৬,২১,২২৪ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ১৪,২৬,৪২০ জন। চলতি বছর পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে ভোটের হার, ০.৬৫ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ।

পরীক্ষার্থীরা cbseresults.nic.in এবং results.cbse.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এর পর হোমপেজ থেকে রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর তা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
ডিজিলকার অ্যাপের মাধ্যমেও দেখা যাবে ফলাফল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Education, #examination, #CBSE, #cbse results

আরো দেখুন