গোষ্ঠীদ্বন্দ্বে বঙ্গ বিজেপিতে ‘গৃহদাহ’! বারাসতে স্বপন মজুমদারের বিরুদ্ধে প্রার্থী দলেরই বর্ষীয়ান নেতা

দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে স্বপন মজুমদারের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছিল।

May 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বারাসতে স্বপন মজুমদারের বিরুদ্ধে প্রার্থী দলেরই বর্ষীয়ান নেতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বীরভূমের পর বারাসত লোকসভা কেন্দ্রে পদ্মপার্টির থেকে মনোনয়ন দাখিল করলেন দু’জন প্রার্থী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভপ্রকাশ করে আসছিলেন দলীয় কর্মীরা। দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে স্বপন মজুমদারের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছিল। এবার বারাসত থেকেই নমিনেশন জমা করেছেন অশোকনগরে বিজেপির বর্ষীয়ান নেতা সুমায় হিরা (Sumay Hira)। জানা গিয়েছে, বারাসত কেন্দ্রে বিজেপির টিকিটের দৌড়ে ছিলেন বিজেপির এই পুরনো নেতা।

প্রসঙ্গত, বারাসত লোকসভা কেন্দ্রে স্বপন মজুমদারকে যাতে প্রার্থী করা না হয়, তার জন্য দলের একটি বড় অংশ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয় স্বপন মজুমদার (Swapan Majumder)। বিজেপি (BJP) সূত্রের খবর, স্বপন মজুমদারের বিরুদ্ধে ড্রাগ মাফিয়া অভিযোগসহ একাধিক মামলা আছে। কিন্তু রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে ভালো সম্পর্কের দরুণ স্বপনকে টিকিট দেওয়া হয়েছে। এই ব্যাপারে বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের একটি বড় অংশ বিক্ষুব্ধ, সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশও করেছিল। ফলে স্বপন মজুমদারের পাশাপাশি বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে নমিনেশন জমা দিতে দেখা যায় সুমায় হিরাকে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে ফের আড়াআড়ি ভাঙন দেখা দিল গেরুয়া শিবিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen