রাজ্য বিভাগে ফিরে যান

অস্তিত্বহীন মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ! নজিরবিহীন তথ্য বারাসাতের BJP প্রার্থীর হলফনামায়

May 14, 2024 | < 1 min read

অস্তিত্বহীন মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ! নজিরবিহীন শোনালেও, এমন তথ্য নির্বাচনী হলফনামায় জানিয়েছেন বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এতেও রক্ষে নেই! যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী, তার অস্তিত্বই নেই ভূভারতে। ফলে বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এনিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও অস্বস্তি বাড়ছে। বারাসতের একাধিক বিজেপি নেতা বলছেন, ভোটের আগেই এত বিতর্ক! বিজেপি প্রার্থীর হতে প্রচার করাটাই তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।

একবার নয়, দু-বার হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। সেখানে লেখা রয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ‘রবীন্দ্র ভারতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়’ থেকে। এরকম বিশ্ববিদ্যালয়ের নাম কেউই শোনেননি। তৃণমূল বলছে, নির্বাচনী হলফনামায় সবসময় সঠিক তথ্য জমা দিতে হয়। বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা দাবি করেছেন, তা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া যায়, তা বিজেপির জন্যই জানা গেল বলে কটাক্ষ তৃণমূলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#swapan majumdar, #open university, #fake information, #barasat, #nomination, #bjp, #Loksabha Election 2024

আরো দেখুন