হাওড়া সদর লোকসভা কেন্দ্র: ডবল ডবল প্রসূন-রথীনের লড়াই!

আগামী ২০ মে, হাওড়া সদর কেন্দ্রে লোকসভা ভোট।

May 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ডবল ডবল প্রসূন-রথীনের লড়াই!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ২০ মে, হাওড়া সদর কেন্দ্রে লোকসভা ভোট। তৃণমূলের টিকিটে প্রার্থী হন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রথীন চক্রবর্তী, সিপিএম প্রার্থী করেছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে। কিন্তু ইভিএমে থাকবেন দু’জোড়া প্রসূন-রথীন।

হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রসূন লাহিড়ি ও রথীন গঙ্গোপাধ্যায় দাঁড়িয়েছেন নির্দল হিসেবে। প্রসূন লাহিড়ি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বালির দেওয়ানগাজি রোডে থাকেন। অবসর নেওয়ার পর দীর্ঘদিনের ইচ্ছে মেটাতে দাঁড়িয়ে পড়েছেন ভোটে। প্রচারও করছেন তিনি, সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন প্রসূন লাহিড়ি। রথীন গঙ্গোপাধ্যায়ের ছোটখাট ব্যবসা রয়েছে। বাড়ি বেলুড় মঠ এলাকায়। নিজের পাড়াতেই প্রচার করেছেন রথীন গঙ্গোপাধ্যায়।

কিন্তু বিজেপি’র রথীন বা তৃণমূলের প্রসূন ভেবে ভোটদাতারা কেউ দুই নির্দলকে ভোট দিয়ে দেবেন না তো? প্রার্থীরাই বলছেন, ‘প্রতীক’ দেখে বোতাম টিপে দেন মানুষ। লড়াই কেমন হবে, জানা যাবে ৪ জুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen