রাজ্য বিভাগে ফিরে যান

MCC-কে থোড়াই কেয়ার! মোদী ও বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

May 14, 2024 | < 1 min read

MCC-কে থোড়াই কেয়ার! মোদী ও বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে নির্বাচন চলছে। লাগু রয়েছে নির্বাচনী আদৰ্শ আচরণবিধি। কিন্তু তার মধ্যে লাগাতার মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে চলেছেন মোদী ও তাঁর দল। ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে বিজেপি নেতারা বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছেন। খোদ মোদীও হাঁটছেন বিদ্বেষের পথে। কমিশনে বারবার অভিযোগ জানানোর পরেও নিশ্চুপ কমিশন। ফের একবার কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

দলের তরফে পাঠানো হল চিঠি। দেখুন সেই চিঠি

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Election Commision of India, #bjp, #tmc, #Model Code of Conduct, #complaint

আরো দেখুন