Weather Update: ফের গরম বাড়তে চলেছে বাংলার এই জেলাগুলিতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বাংলায় শুষ্ক আবহাওয়া আর শুকনো গরমের দাপট বাড়বে। আগামী পাঁচ দিনে বঙ্গে পারদ শুধুই উপরে উঠবে। বঙ্গে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷
মহানগরীতে সকাল থেকেই শুষ্ক ও গরম আবহাওয়ায় অস্বস্তি বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বেলা বাড়লে বাড়বে গরমও। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা খুব কম।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ৩৭- ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। বেশ কিছু জেলাতে আগামী ৫ দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। বৃষ্টি বেশির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।