জয়নগরে লক্ষ্মীদের জোয়ার, তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে প্রচারে রাজ্যের মন্ত্রী

হুডখোলা গাড়িতে করে বিভিন্ন এলাকা চষে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঝাঁসি ব্রিগেড’। এই প্রচার অভিযানে তৃণমূলের লক্ষ্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

May 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে প্রচারে রাজ্যের মন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগরে প্রচারে ঝড় তুলেছে ঘাসফুল শিবির। মঙ্গলবার জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মগরাহাট পূর্ব বিধানসভা এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্য রোড শো করা হয়েছিল। এদিন এই বিশাল জনসংযোগ যাত্রায় চন্দ্রিমা ভট্টাচার্য, প্রার্থী প্রতিমা মণ্ডল (Pratima Mondal) ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নমিতা সাহা এবং জেলা পরিষদ সদস্য পূর্ণিমা হাজারি নস্করও।

হুডখোলা গাড়িতে করে বিভিন্ন এলাকা চষে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঝাঁসি ব্রিগেড’। এই প্রচার অভিযানে তৃণমূলের লক্ষ্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশির মহিলাদের হাতেই ছিল লক্ষ্মীর ভান্ডার। এদিনআধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে রোড শো। এদিন কেন প্রতিমা মণ্ডলকে ভোট দেবেন, সেই কারণ রাজ্যের মন্ত্রী এলাকাবাসীর কাছে তুলে ধরেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen