রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে রেমাল, মে’র শেষে বঙ্গে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়?

May 15, 2024 | < 1 min read

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে রেমাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। মৌসম ভবন সূত্রে খবর, মে মাসের শেষ সপ্তাহে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায় নি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আম্পানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড়। এটি সোজা উত্তরে এগিয়ে আরও শক্তিশালী হবে। ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ২৫ মে সন্ধের পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লার পর ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের সাক্ষী ছিল বাংলা। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে। এবারেও তেমনই অশনি সঙ্কেতই দেখছেন আবহাওয়াবিদরা। তবে তাঁদের ধারণা, আসন্ন ঘূর্ণিঝড়টি অত শক্তিশালী নাও হতে পারে। ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। যার জেরে উপকূলবর্তী এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সাইক্লোনের জেরে ২৪ মে রাত থেকে ২৬ মে পর্যন্ত থেকে বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyclone Remal, #West Bengal, #Weather Update

আরো দেখুন