প্রচারে বিয়ের প্রস্তাব! কী বললেন তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা ভোটে তাঁর এক স্লোগানে কার্যত মেতে ছিল গোটা বাংলা। খেলা হবে-র তালে তাল মেলায়নি এমন মানুষ মেলা দায়। সহজ সরল বাচনভঙ্গি, ছড়া লেখা দেবাংশু ভট্টাচার্যকে প্রচারের আলোয় নিয়ে আসে। টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভা থেকে এখন সে ভোট ময়দানে! তমলুকে তাঁকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির।
ভোট প্রচারে হলদিয়ায় গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), সেখানে গিয়েই পেলেন বিয়ের প্রস্তাব। প্রস্তাব পত্রপাঠ নাকচ করেন দেবাংশু। বিয়ে নয়, এখন মন দিয়ে মানুষের কাজ করে যেতে চান তিনি। স্পষ্ট জানান তৃণমূল প্রার্থী। হলদিয়া পুরসভার ১২নং ওয়ার্ডে দুর্গাচক স্টেডিয়ামের কাছে প্রচার সারছিলেন দেবাংশু, ফুলের তোড়া দিয়ে দলের প্রার্থীকে সম্বর্ধনা জানাচ্ছিলেন নেতাকর্মীরা।
সেই অনুষ্ঠানে এক মহিলা তৃণমূল কর্মী মাইকে জানান, দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন। হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা। তবে দেবাংশু জানান, এখনই বিয়ে করার কোনও চিন্তাভাবনা নেই তাঁর। ভোটে জিতে আগে কাজ করতে চান তৃণমূল যুবনেতা।