রাজ্য বিভাগে ফিরে যান

ফের বিজেপির ছক ফাঁস! বারাসতে নির্দলের মনোনয়নে খোদ BJP প্রার্থীর আপ্ত-সহায়ক

May 15, 2024 | < 1 min read

বারাসতে নির্দলের মনোনয়নে খোদ BJP প্রার্থীর আপ্ত-সহায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বিজেপির ছক ফাঁস! সন্দেশখালিতে গেরুয়া শিবিরের চক্রান্তের পর এবার বারাসতে প্রকাশ্যে এল বিজেপির নয়া ব্লুপ্রিন্ট। এখানে এক নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেল বারাসতের পদ্মপার্টির প্রার্থীর আপ্ত সহায়ককে। এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পদ্ম-শিবির।

বিজেপির আসল ছকটা কী?

রাজনীতির কারবারিদের মতে, যেহেতু বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নামের সঙ্গে ওই নির্দল প্রার্থীর নামের মিল। তাই ভুল করেও কিছু ভোট নির্দল প্রার্থীর দিকে চলে গেলে তাতে আখেরে লাভ হবে বলে বিজেপিরই।

প্রসঙ্গত, মঙ্গলবার দেখা গিয়েছিল, বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদারের আপ্ত সহায়ক কাকলি ঘোষ নামে এক মহিলা নির্দল প্রার্থীর মনোনয়নে সহায়তা করছেন। বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক প্রবীর রায়ের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা। উল্লেখ্য, এর আগে বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদারের বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা নিয়ে বিতর্ক হয়েছিল। তারপর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও ওঠে নানা প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#independent candidate, #Kakoli Ghosh Dastidar, #Loksabha Election 2024, #Kakoli Ghosh, #barasat

আরো দেখুন