রাজ্য বিভাগে ফিরে যান

মতুয়া গড়ে উল্টো হাওয়া! শান্তনুর বিরুদ্ধে ফুঁসছে BJP-র নেতা-কর্মীরা

May 16, 2024 | < 1 min read

বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উনিশের পর থেকেই উল্টো দিকে বইতে শুরু করেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে গেরুয়া রাজনীতির হাওয়া। এবার পাঁচ বছরে শান্তনু ঠাকুরের বঞ্চনা এবং বিশ্বাসভঙ্গের হিসেব নিতে চায় দলেরই পুরাতন নেতা-কর্মীরা। শান্তনুর হাত থেকে কার্যত ব্যাটন চলে গিয়েছে বিক্ষুব্ধদের হাতে। কিন্তু কেন? বিজেপি সূত্রের খবর, শান্তনু ঘনিষ্ঠ লোকজন ছাড়া গেরুয়া রাজনীতিতে উত্তরণের কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না। ব্রাত্য করে রাখা হয়েছে পদ্ম শিবিরের আদি-নব্য বহু নেতা।

ওয়াকিবহাল মহলের মতে, শান্তনুর সাম্রাজ্যে হাওয়া বড্ড এলোমেলো। সত্তর শতাংশ নেতা বসে গেছেন। ‘অহংকারী’ শান্তনুর কবল থেকে দলকে মুক্ত না করলে বনগাঁয় বিজেপির তরী ডুবে যাবে বলে আশঙ্কা করছেন দলের আদিনেতা-কর্মীরা। তাই বাধ্য হয়েই এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এক সময়ের শান্তনু ঘনিষ্ঠ বিজেপি নেতা কল্যাণ সরকার। তাঁর অভিযোগ দলের আশি শতাংশ কর্মী আর শান্তনুর সাথে নেই। গত পাঁচ বছরে এলাকায় কাজ করেন নি শান্তনু ঠাকুর। তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে আমজনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bongaon, #West Bengal, #bjp, #Matua, #Shantanu thakur

আরো দেখুন