ছুটি নিয়ে ভুয়ো দাবি শাহের, জবাব রাজ্যের সরকারি কর্মী সংগঠনের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলায় নির্বাচনী প্রচারে এসে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন ‘দুর্গাপুজোয় ছুটি পর্যন্ত দেওয়া হয় না।’ সরকারি কর্মীদের পুজোর ছুটি নিয়ে শাহের এমন মন্তব্যে বিস্মিত সরকারি কর্মী সংগঠনগুলি। রাজ্যের কর্মী সংগঠনগুলি রীতিমতো জবাব দিয়েছেন শাহকে।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিই প্রমাণ করছে, বাংলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে একেবারেই অবহিত নন অমিত শাহ। তাঁর মতে, ভিত্তিহীন কথাবার্তা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি কর্মীরা প্রতিবছর পুজোর সময় টানা ছুটি পান। পুজোর সময় টানা ১৩-১৪ দিন বা তারও বেশি ছুটি থাকে। চতুর্থীর দিন থেকে সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হয়ে যায়। লক্ষ্মীপুজোর পর সরকারি অফিস খোলে। চলতি বছরেও ৭ অক্টোবর চতুর্থীর দিন থেকে পুজোর ছুটি শুরু হবে। লক্ষ্মীপুজোর পর, ২১অক্টোবর খুলবে রাজ্য সরকারের অফিসগুলি।